ইন্টারনেট ব্যবহার করে প্রতি মাসে 15000 টাকা থেকে 30000 টাকা আয় করুন।

ইন্টারনেট ব্যবহার করে প্রতি মাসে 15000 টাকা থেকে 30000 টাকা আয় করুন।



Facebook এর মতো ঠিক আর একটি ওয়েবসাইট  https://www.tsu.co/salmanarefin খুব জনপ্রিয় হয়ে উঠেছে, Facebook যেভাবে ব্যবহার করতে হয় Tsu ঠিক একই ভাবে ব্যাবহার করতে হয়, শুধু পার্থক্য এতটুকু যে Facebook আপনি কিছু পোস্ট করলে আপনার ফ্রেন্ডরা আপনার পোস্টটিতে লাইক/কমেন্টস/শেয়ার করে এর বিনিময়ে Facebook কিন্তু আপনাকে কিছুই দেইনা, কিন্তু TSU তে আপনার যে কোন পোস্টে যদি কেও লাইক/কমেন্টস করে তাহলে TSU আপনাকে আপনার TSU একাউন্টে ডলার জমা করে দিবে, যখন $১০০/,০০০টাকা হবে তখন আপনি ব্যাংক এর মাধ্যমে টাকাটা উঠাতে পারবেন। প্রথম অবস্থায় $১০০ হতে আপনার হয়তো /৩মাস সময় লাগবে কিন্তু আপনার যখন বন্ধু বেশি হয়ে যাবে বা ৫০০০ বন্ধু হবে তখন আপনি মাসে $২০০-$৩০০ বা ১৬,০০০ টাকা থেকে ২১,০০০ টাকা পর্যন্ত খুব সহজেই আয় করতে পারবেন। TSU ব্যবহার করলে আপনার বন্ধুদের সাথে সামাজিক যোগাযোগ হবে এবং বাড়তি টাকাও আয় হবে। TSU তার আয়ের ৯০% বণ্টন করে তার গ্রাহকদের মধ্যে। TSU আপনাকে JP Morgan Chase Bank এর একটি চেক আপনার বাসার বা অফিসের (টাকা তোলার ফরমটি পুরন করার সময় আপনি যেই ঠিকানা তা দিবেন) সেই ঠিকানায় পাঠিয়ে দিবে, চেকটি হাতে পাওয়ার পর আপনি বাংলাদেশের সাউথইস্ট ব্যাংকের যেকোনো শাখা থেকে টাকাটা তুলতে পারবেন। টাকা তোলার জন্য আপনার ব্যাল্যান্স সর্বনিম্ন $100 থাকতে হবে

TSU তে একাউন্ট খুলতে আপনার প্রয়োজন হবে Members short code অর্থাৎ TSU তে একাউন্ট আছে এমন একজনের কোড, আপনার পরিচিত কারো যদি TSU তে একাউন্ট থাকে তবে আপনি তার কোডটি ব্যাবহার করতে পারেন আর যদি এমন কেও না থাকে তবে আমার কোডটি ব্যাবহার করতে পারেন, আমার কোডটি হচ্ছে এটি ব্যাবহার করে আপনি আপনার একাউন্ট টি খুলতে পারবেন
কিভাবে TSU তে একাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন?
যেভাবে একাউন্ট খুলবেনঃ
TSU তে একাউন্ট খুলা বা কাজ করার জন্য আপনার যা যা প্রয়োজন হবে...
) একটি কম্পিউটার বা ল্যাপটপ।
) ইন্টারনেট কানেকশন
) এবং একটি ইমেইল এড্রেস
আসুন একাউন্ট খুলার ধাপ গুলো দেখে নেইঃ
) প্রথমে https://www.tsu.co/salmanarefin লিখে প্রবেশ করবেন।
) এখন যে পেজ টি দেখতে পারবেন তা থেকে join ক্লিক করবেন।
) join ক্লিক করার পর আপনার সামনে যেই পেজটি আসবে সেইখানে আপনার কাছে একটি Members short code চাইবে, আপনি এই কোডটি লিখে Get Started ক্লিক করবেন।
) Get Started ক্লিক করার পর যেই পেজটি আসবে সেইখানে আপনার তথ্য গুলো দিয়ে ফরম টি পুরন করবেন এবং ফরম টি পুরন হয়ে গেলে Join & complete Profile ক্লিক করবেন।
) Join & complete Profile ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল পিকচার, কাভার ফটো এগুলো সেট করার পর next ক্লিক করবেন।
) next ক্লিক করার পর যেই পেজটি আসবে সেইখানে আপনি আপনার Tsu একাউন্টটিকে আপনার Facebook, Twitter একাউন্টের সাথে যুক্ত করতে পারবেন, আর যদি আপনি তা করতে না চান তবে Skip ক্লিক করে পরের ধাপে যেতে পারবেন।
) এখন আপনার সামনে যেই পেজটি আসবে সেটি হচ্ছে Discover Users, আপনি এখানে ১২ টি বা তার বেশি প্রোফাইল দেখতে পারবেন, এই প্রোফাইল গুলোকে ফলো করবেন এর মানে হচ্ছে আপনি সবগুলো প্রোফাইলের Follow তে ক্লিক করবেন। এরপর আপনি next ক্লিক করবেন।
) next ক্লিক করার পর আপনার সামনে Blue Bird নামের একটি প্রোফাইল চলে আসবে, আপনি এই প্রোফাইলটির Add friend ক্লিক করবেন, এরপর দেখবেন পেজটি উপরে ঠিক মাঝখানে লিখা আছে Tsu আপনি সেটিতে ক্লিক করবেন।
এইভাবে খুব সহজেই আপনার প্রোফাইলটি তৈরি হয়ে যাবে
প্রোফাইল তৈরি করার পর কিভাবে কাজ করবেন এবং টাকা আয় করবেন তা দেখে নেইঃ
Tsu তে ক্লিক করার পর আপনার সামনে ফেসবুকের মতো টাইমলাইন চলে আসবে এইখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন মানুষ যেই পোস্ট গুলো করেছে সেগুলো, আপনি যেকোনো একটি পোষ্টের উপরে গিয়ে দেখবেন যে সেই পোস্ট টিতে যারা লাইক দিছে আপনি তাদের Friend request দিবেন এবং Follow করবেন, আপনি ৫০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন, যখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হবে তখন আপনি আবার রিকোয়েস্ট দিতে পারবেন। আপনার ফ্রেন্ড লিস্টে ৫০০০ ফ্রেন্ড বানানো হবে আপনার প্রথম টার্গেট। কারণ আপনার যত বেশি ফ্রেন্ড হবে আপনি আপনার পোস্টে তত বেশি লাইক পাবেন আর আপনি যত বেশি লাইক পাবেন আপনার আয় তত বেশি হবে। আপনি প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন ফ্রেন্ড বাড়ানোর জন্য এবং প্রতিদিন ৩০/৪০ টা সুন্দর সুন্দর ছবি পোস্ট করবেন। Tsu তে এগুলো ছাড়া আপনার আর কন কাজ করতে হবে নাহ। আশাকরি আপনি যদি প্রতিদিন নিয়মিত কাজ করেন তবে প্রথম মাসে আপনার আয় হবে $30-$40 এবং দুই বা তিন মাস পর থেকে আপনি প্রতি মাসে $200-$300 আয় করতে পারবেন
TSU ব্যবহারকারীদের জন্য সবচেয়ে আশার বিষয় হচ্ছে এইটা যে, যেহেতু ইমেইলের মতো TSU তেও কারো রেফারেল ছাড়া আকাউন্ট খুলা যায় নাহ তাই আপনার কোডটি ব্যবহার করে যারা একাউন্ট খুলবে তাদের আয়ের উপর আপনি বোনাস পাবেন, ধরুন ফেসবুকের মাধ্যমে বা আপনার ব্যাক্তিগত প্রচেষ্টাই আপনি আপনার রেফারেল কোডটি ব্যাবহার করায়ে ১০০/২০০ জনকে TSU তে একাউন্ট খুলালেন, প্রতি মাসে প্রত্যেকের আয়ের উপর যদি আপনি ১ডলার বোনাস পান তবে প্রতি মাসে ১০০ জনের জন্য আপনি ১০০ডলার বা হাজার টাকা আয় করতে পারবেন। যেহেতু এইখানে একাউন্ট খুলতে আপনার কনো ইনভেস্ট বা টাকা খরচ করতে হচ্ছেনা তাই ফেসবুকের পাশাপাশি আপনি এটিও ব্যবহার করতে পারেন
For more information visit: www.ourtsu.blogspot.com
Join our facebook group: Tsu Success Team BD 

বাংলা সনের উত্পত্তির ইতিহাস ।

বাংলা সনের উত্পত্তির ইতিহাস ।

১৪২২ বঙ্গাব্দ বিদায় নিয়ে ১৪২৩ বঙ্গাব্দ হাজির হয়েছে বাঙালির আঙিনায়। বর্ষবরণের প্রস্তুতি চলছে চারদিকে। ‘এসো হে বৈশাখ এসো এসো’— গানের কলিগুলো উঁকি মারছে বাঙালি প্রাণে। 

বাংলা সনের পয়লা তারিখকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের হালখাতা নবায়ন করার সংস্কৃতি আবহমানকাল থেকে লালন করে আসছে সর্বস্তরের বাঙালি। ব্যবসার হালখাতার সঙ্গে সঙ্গে জীবন হিসাবের খাতাও নবায়ন করতে হবে। আজ থেকে তওবা করে গুনামুক্ত নতুন জীবন শুরুর মাধ্যমে জীবনের হালখাতা নবায়ন করুক সব বাঙালি। আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা! তোমরা তওবা কর অর্থাৎ অনুতপ্ত হয়ে ফিরে আসো আল্লাহর দিকে। আর একনিষ্ঠভাবে শুদ্ধ তওবা কর। (সূরা তাহরিম : ৮।) রসুল (সা.) বলেছেন, ‘গুনা থেকে তওবাকারীর অবস্থা এমন, যেন তার কোনো গুনা নেই।’ (ইবনে মাজাহ)। নতুন বছরের প্রথম দিনটি গুনা থেকে তওবা করে সুন্দরভাবে শুরু করতে পারার মাঝে ভিন্ন রকমের কল্যাণ রয়েছে। হিজরি সন থেকে বাংলা সনের উত্পত্তি হয়েছে। মোগল সম্রাট আকবরের আমলে বাংলা সন শুরু হয়। তখন কৃষক হিজরি সন অনুযায়ী খাজনা দিত। চান্দ্রবছরের সঙ্গে বাংলা ঋতু এলোমোলো হয়ে যাওয়ায় কৃষক বিপাকে পড়ে যায়। সিংহাসনে আরোহণ করে আকবর এ সমস্যাটি গভীরভাবে উপলব্ধি করেন। বাদশাহ আকবর এর সুষ্ঠু সমাধানের জন্য ১৫৮৪ খ্রিস্টাব্দ মোতাবেক ৯১২ হিজরি সনে প্রখ্যাত ইরানি জোতির্বিজ্ঞানী আমির ফতেহ উল্লাহ সিরাজিকে দায়িত্ব দেন। আমির ফতেহ উল্লাহ হিজরি সনের সঙ্গে মিল রেখে সৌরমাসভিত্তিক ফসলি সন প্রণয়ন করেন। এ সন হিজরি সনের আদলেই শুরু হয়। ৯৩৬ হিজরি সনে বাংলা সনের জন্ম বছর হলেও তা ৯৩৬ বঙ্গাব্দ থেকেই গণনা করা হয়। শুধু তাই নয়, হিজরি সনের সঙ্গে মিল রাখার জন্য বাংলা সনের প্রথম মাস চৈত্রের পরিবর্তে বৈশাখ করা হয়। তখন পয়লা মহররমের সঙ্গে পয়লা বৈশাখের মিল ছিল। সে থেকেই পয়লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে উদ্যাপিত হয়ে আসছে। সুতরাং বলা যায়, বাংলা সনের সঙ্গে ইসলামী ইতিহাস-ঐতিহ্য এবং চিন্তা-চেতনা নিবিড়ভাবে সম্পর্কিত। তাই বাংলা সন উদ্যাপনে ইসলামী দৃষ্টিকোণ পরিহার করা মূলত ইতিহাস সম্পর্কে অজ্ঞতারই নামান্তর। আমাদের দেশের আলেমরা দেশীয় সংস্কৃতিচর্চায় পিছিয়ে থাকার কারণে সাধারণ মানুষ ইসলামী ভাবধারার সংস্কৃতিচর্চার রূপরেখা জানতে পারছে না। একদিকে আলেমরা সংস্কৃতিচর্চায় পিছিয়ে অন্যদিকে ফতোয়াবাজি— এ দুই সমস্যা আলেমদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে রেখেছে একুশ শতকের তরুণসমাজের কাছে। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ দিনকে কেন্দ্র করে শরিয়তের বৈধ সীমায় আনন্দ-উৎসব করা দোষের নয়। বৈধভাবে নববর্ষ উদ্যাপনের অনেক পথ ও পন্থা আছে। শুকরিয়ার নামাজ, দান-সদকা, নফল রোজা, কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে নববর্ষ উদ্যাপন করা যেতে পারে। নতুন বছরের নতুন দিনে কোনো অভাবীর অভাব পূরণ করে কিংবা ঋণগ্রস্তকে সাহায্য করে অথবা নিরক্ষর হৃদয়ে অক্ষরের আলো জ্বেলে নতুন বছর শুরু করা ভালো ছাড়া খারাপ হবে না। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েও নববর্ষ উদ্যাপন করা যেতে পারে। এ জান্নাতি হাসিই নববর্ষের শ্রেষ্ঠ উপহার হতে পারে আমাদের প্রিয়জনদের জন্য। জুমার খুতবায় নববর্ষের ইতিহাস-ঐতিহ্য এবং চেতনা নিয়ে আলোচনা করলে তরুণরা সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমাদের দেশের তরুণরা ধর্মবিরোধী নয়। যুক্তির নিরিখে ধর্মের বিধানগুলো তরুণদের সামনে উপস্থাপন করতে পারলে তরুণরাই ধর্মের নেতৃত্ব দেবে। কিন্তু তরুণদের মানসিকতা বুঝে ধর্মের ব্যাখ্যা করবেন এমন চিন্তাশীল বিশেষজ্ঞ খুব কমই আছে সমাজে। পয়লা বৈশাখ উদ্যাপনের সন্ধিক্ষণে তরুণদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। আমরা বাঙালির পাশাপাশি মুসলমানও। আমাদেরও একটি পৃথক হিজরি সন আছে। পয়লা বৈশাখ কিংবা ইংরেজি নববর্ষ উদ্যাপনের মতো হিজরি নববর্ষ উদ্যাপনেও তরুণদের এগিয়ে আসতে হবে। অবশ্য এর জন্য আলেম ও মাদ্রাসাপড়ুয়াদের দায়িত্ব নিতে হবে বেশি। আলেমরা হিজরি নববর্ষ উদ্যাপনে কোনো কর্মসূচি, পথর‌্যালি কিংবা জাতীয় কোনো অনুষ্ঠান করেন বলে আমার জানা নেই। ইসলামী সংস্কৃতিচর্চায় আলেমদের এ অনীহা বড় ধরনের গাফিলতি। সর্বোপরি বলতে চাই, নতুন বছর আমাদের জন্য শান্তিময় হোক। কল্যাণের বার্তা নিয়ে আসুক প্রতিটি আদমসন্তানের জন্য। উন্মোচিত হোক ইসলামের বিজয়ের নতুন দ্বার। এ কামনাই করছি মহান আল্লাহর দরবারে। আমিন। 


লেখক : মাওলানা সেলিম হোসাইন আজাদী, বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব 
collected: http://www.bd-pratidin.com/editorial/2016/04/12/138087

Kategori

Kategori