" যদি কারো কাছে ৭ টি যাদুরকাঠি থাকে তাহলে সে নিশ্চিত সফল হবে!



যা অনুধাবন করলে আপনি একজন ভালো মানুষ হবার সাথে সাথে সফলতার চরম সিমানায় পউছুতে পারবেন
আসুন পালাক্রমে আলোচনা করি
. Decision - সিদ্ধান্ত                            
সিদ্ধান্তহীনতা চেয়ে একটি খারাপ সিদ্ধান্ত উত্তম। সফল হবার জন্য সিদ্ধান্ত নেওয়ার শক্তি থাকতে হবে। আজকে এই পৃথিবিতে যারা সফল তাদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার শক্তি ছিল!
indecision and late decision দুটিই ক্ষতিকর।
একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন :- বাংলাদেশের উপর দিয়ে সাবমেরিন ক্যাবল নিতে চেয়েছিল ১৯৯২ সালে ফুল ফ্রি তে। কিন্তু বাংলাদেশ তখন ভেবেছিল দেশের তথ্য গুলো প্রাচার হয়ে যাবে সেজন্য অনুমতি দেওয়া হয়নি। কিন্তু যখন তার প্রয়োজনীয়তা বোধ হয় তখন ২০০২ সালে প্রায় হাজার কোঠি টাকা ব্যায় করে পুনরায় সে সাবমেরিন ক্যাবল প্রতিষ্ঠা করতে হয়েছিল। এই বিশাল ক্ষতি কেন হয়েছিল?
শুধু মাত্র দেরীতে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
আরেক্টা উদাহরণ দিচ্ছি ইন্ডিয়ায় বানর ধরার গল্প নিয়ে।
শিকারি রা কাঠের একটি ফ্রেম বানায় ছোট একটি ছিদ্র থাকে যা দিয়ে শুধু মাত্র হাত টি ডুকে অনেক কষ্টে।
বানর যে রাস্তা দিয়ে যায় অই রাস্তায় ফ্রেমটির মধ্যে বানরের কিছু প্রিয় খাবার দিয়ে রাখে যেমন কলা, বাদাম
বানর তার প্রিয় খাবার দেখে ছিদ্রটি দিয়ে হাত ডুকায় কলা টা মুঠ করে ধরে তখন হাত টি মোটা হয়ে যায়। ঠিক অই সময়ে শিকারি বাশি হুইসাল দেয়, বানর তখন কলার লোভ ছাড়বে কি ছাড়বেনা এই সিদ্ধান্তহীনতায় ভোগে আর তখনি শিকারি এসে বানর কে ধরে ফেলে।
 
. Believe - বিশ্বাস
বিশ্বাস হচ্ছে সফল হবার ২য় গুরুত্বপূর্ণ যাদুরকাঠি।
নিজের উপর বিশ্বাস সফলতার অন্যতম প্রথম গোপন রহস্য। যে অন্যরা পারলে আমিও পারবো। যিনি সফল হয়েছে তিনিও মানুষ আমিও মানুষ।
আমি পারবো, আমাকে পারতেই হবে
. Commitment - প্রতিজ্ঞা
এই প্রতিজ্ঞা নিজের সাথে যে আমি শেষ পর্যন্ত লেগে থাকবো ফলাফল যাই আসুক।
আমার এলাকায় আমার দেখা একজন নাম্বার ভীতুলোক হচ্ছে বিজরাবাজার এর নামকরা একজন পাইকার আক্কাস মিয়া। এই মানুষ হাটের দিন সামান্য কয়টা বুট বাদাম নিয়ে ভাউকসার আর বিজরা বাজারে যেতেন। তিনি নিজের সাথে ওয়াদাবদ্ধ যে তিনি ব্যবসা করবেন। আর এই জন্যই তিনি বাড়ি করেছেন সম্পদ করেছেন। নিজের পজিশন অনেক বড় ব্যবসায়ী হলেন। ঘনঘন পেশা বদলানো লোক সফল হয় না।
আমি যে পেশায় আছি সে পেশায় লেগে থাকবো এই প্রতিজ্ঞা করতে হবে।
"commitment is the glue that bonds you to your goals "
I will do it
i will lead other people for do it


. Honesty - সততা
honesty is the only one policy
সৎ আর সত্যবাদীতা এই দুটি নিয়ে হয় সততা।
এক ছাত্র কে শিক্ষক জিজ্ঞেস করলো যদি তোমার সামনে এক বস্তা টাকা থাকে তাহলে তুমি কি করবা?
ছাত্র : যদি কেউ না দেখে তাহলে আমি বাসায় নিয়ে যাব
ছেলেটি সত্যবাদী হলেও সৎ না।
এক দোকানদার তার কর্মচারী কে জিজ্ঞেস করলো দোকানের ডেট ওভার ময়দা গুলো কাকে দিছো?
উত্তর : মোজান্মেল কে
দোকানের পচা আলু গুলো কাকে দিয়েছো
উত্তর : মোজাম্মেল কে
দোকানের পচা ডিম গুলো কাকে দিছো
উত্তর :- মোজান্মেল কে
দোকানদার এর মন খুব খারাপ কারন আজকে তার বউ বাচ্চা মোজান্মেল এর বাসায় দাওয়াত খেয়ে আসছে।
আসলে আমরা কে কাকে ঠকাচ্চি?
"Honest men are the gentlemen of Nature "
Honest heart produce honest actions.
আপনি যদি ভালো হোন তাহলে আপনার জেনারেশন ভালো হবে।
Honesty is very expensive gift don't want to chif people
.Discipline - শৃঙ্খলতা
"with self discipline most anything is possible"
- Theodore Roosevelt
আমরা স্বাধিন কিন্তু মুক্ত নয়।
যা করবেন :-
ভদ্র হোন
সাহায্যকারী হোন
কঠোর পরিশ্রমী হোন
শুনার অভ্যাস করতে হবে
সৎ হোন
যা করবেন না :-
অন্য কে কষ্ট দেয়া যাবেনা
কারো অনুভূতি কে কষ্ট দেয়া যাবেনা
অন্য কারো সময় নষ্ট করবো না
কারো কোন ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না
তাহলে আমরা সুশৃঙ্খল হতে পারবো।
love, self control, trust, obedience, journey এই টি বিষয় নিয়ে Discipline.
একবার হযরত মুহাম্মদ (.) এর নিকট এক ব্যক্তি আসলেন আর বললেন আমাকে এমন দুটি কাজের কথা বলেন যা করলে আমি বেহেস্তে যাবো।
তখন হুজুর বললেন
দুটি জিনিস কে কন্ট্রোল করেন
প্রথমত দুই ঠোটের মাঝখানের অংশ কন্ঠ্রোল রাখেন মানে হলো জিব্বা।
জিব্বায় স্বাদ থাকে দেড় সেকেন্ড, অথচ এই খাবারের ব্যাপারে অনেক অভিযোগ করে থাকি। এই খাবার এর জন্য অনেক অপরাধের সৃস্টি হয়।
হারাম খাবারের জন্য নানান সমস্যা সৃস্টি হয়।
দ্বিতীয়ত দু পায়ের মাঝখানের অংশ।
আমরা যদি আমাদের অই অংগটা কে নিয়ন্ত্রনে রাখি তাহলে মেক্সিমাম পাপ থেকে আমরা বিরত থাকবো
হুজুরের কাছে আরেক ব্যক্তি আসলেন উনি বললেন আমাকে এমন একটি কাজের কথা বলেন যা করলে আমি বেহেস্তে যাব
তিনি বললেন মিথ্যা থেকে বিরত থাকো
. লেগে থাকার মানুষিকতা :-
. Relation - সম্পর্ক
রিলেশন হচ্ছে পাখির মত জোরে ধরলে মরে যাবে। লোজ দিলে উড়ে যাবে। যদি যত্নের সাথে ধরেন তাহলে সারাজিবন এর জন্য রিলেশন থাকবে।
ব্যবসার জন্য রিলেশন নষ্ট করা যাবেনা। রিলেশন ঠিক থাকলে ব্যবসা হবেই।"
Collected from facebook.