"Happy Valentines Day" নামক একটি জঘন্য দিবস পালন করতে আপনার কি একটুও লজ্জা লাগে না?

ভ্যালেন্টেইন্স ডে উপলক্ষ্যে আপনাদের জন্য
সিরিয়ার নির্যাতিত মুসলমানদের ভালোবাসাময় কিছু ছবি আপলোড করলাম।
নিজ দায়িত্বে সেগুলো শেয়ার করে প্রকৃত ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার।
_____
ছবি নাম্বার "এক"

ধ্বংসস্তুপ থেকে একমাত্র ছোট বোনের মরা লাশ কোলে নিয়ে সিরিয়ান ভাইটি হসপিটালের দিকে ছুটে চলেছে। ছোট বোনের প্রতি এক ভাইয়ের নিরেট ভালোবাসার শেষ আকুতি,
হসপিটালে নেওয়ার পর আরেকবার যদি বোনটি আমাকে "ভাইয়ায়া"বলে ডাকতো!
প্রাণপণে দৌঁড়ে হসপিটালের সামনে পৌঁছে দেখা গেলো, এখানে কোনো হসপিটাল-ই নেই।
তবে সেখানে একটা বিধ্বস্ত বিল্ডিং পাওয়া গেলো।
"ডিয়ার মুসলিম ব্রাদার'স এন্ড সিস্টার'স!
"Happy Valentines Day???
.
ছবি নাম্বার "দুই"
 

সন্তানহারা এক মা! হারিয়ে যাওয়া সন্তানদেরকে লাশের সাড়িতে খুঁজছেন।
হ্যাঁ আলহামদূ লিল্লাহি! রাশিদ আর খালিদকে লাশের সাড়ি থেকেই খুঁজে পাওয়া গেলো।
কী ব্যাপার! ছোট্ট সোনামনি সালিম কোথায়?
তাকে তো এই সাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না!!
তবে কি সালিমের দেহ বোমার আঘাতে
ছিন্নভিন্ন হয়ে গেছে!?
"ডিয়ার মুসলিম ব্রাদার'স এন্ড সিস্টার'স!
"Happy Valentines Day???
.
ছবি নাম্বার "তিন"


 
 কেঁদো না বাবা! তোমার মা জান্নাতে চলে গেছেন। আমরাও খুব শীঘ্রই জান্নাতে তোমার আম্মুর কাছে চলে যাবো। একটু থামো বাবা!
কিছুক্ষণ পর বিধ্বস্ত নগরীকে আবারো বিধ্বস্ত করা হলো। সত্যি-সত্যিই বাবা তার ছোট্ট ছেলেকে জান্নাতে তার মায়ের কোলে ফিরিয়ে দিলো।
"ডিয়ার মুসলিম ব্রাদার'স এন্ড সিস্টার'স!
"Happy Valentines Day???
.
ছবি নাম্বার "চার"


 
আপ্পু! আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না আপু। আচ্ছা তুমি এখানে থাকো!
আমি খাবার নিয়ে আসছি।
ছয় বছর বয়সী বড় আপু কতদূর সামনে যেতেই চতুর্দিক থেকে লাল চামড়াওয়ালারা ঘিরে ধরলো।
-কিরে! কোথায় যাচ্ছিস??
-ছোট বোন অনেক কান্না করছে। ওর জন্য খাবার খুঁজতে বের হয়েছি।
আমাদেরকে একটু খাবার দিবে আঙ্কেল?
-চল তোর ছোট বোনের কাছে।
-আঙ্কেল! আপনি আমাদের দিকে বন্দুক তাকে করছেন কেনো?
-খা! জন্মের তরে খা!! ঠাস.ঠাস..ঠাস...!!!
"ডিয়ার মুসলিম ব্রাদার'স এন্ড সিস্টার'স!
"Happy Valentines Day???
______
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
"Happy Valentines Day"
নামক একটি জঘন্য দিবস পালন করতে আপনার কি একটুও লজ্জা লাগে না?

copy from ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 's facebook status.