আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের।


আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন। কারন আপনি আপনার যুবক বয়সকে কোন কাজে লাগাতে পারেন নি, আপনি সম্পূর্ণ ভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন।
জীবনে অনেক উপরে উঠতে হলে ২৫ বছর থেকেই শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন।


এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও।
আপনি গরীব কারন আপনার দূরদর্শিতার অভাব।
আপনি দরিদ্র কারন আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেন নি।
আপনি গরীব কারন আপনি আপনার সর্বচ্চো ক্ষমতা, ব্যবহার করতে পারেন নি।
আপনি দরিদ্র তাই সবাই আফসোস করবে কেওই আপনাকে সচ্ছল বানিয়ে দিবেনা।
যখন আপনার বাবা মায়ের চিকিৎসা ব্যয় আপনি মিটাতে পারবেন না কেউই আপনাকে তা দিবেন না।
আপনি নিজের ৩৫ বছর বয়সেও যখন কোন উন্নতি করতে পারবেন না সবাই আপনাকে উপহাস ঠিকি করবে কিন্তু কেউই আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেনা।
নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে, ভাবনার সাথে প্রয়গিক বাস্তবতার সন্নিবেসন ঘটাতে হবে। 

আত্ননির্ভরশীল হবার প্লাটফরম:

 ফ্রিল্যানসিং করা: ফ্রিল্যানসিং বর্তমানে একটি জনপ্রিয় মাধ্যম যেখান থেকে আপনি ভাল একটি ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনেক যুবক এমাধ্যমে কাজ করে তাদের সংসার চালাচ্ছে। এর জন্য প্রথমেই যেটা দরকার সঠিক ভাবে প্রশিক্ষন গ্রহন করা। না শিখে এ সেক্টরে আয় করা যায় না। সুতরাং ভালো কোন প্রতিষ্ঠান থেকে আগে প্রশিক্ষন গ্রহন করুন তারপর আয় করুন। চাকুরী(গোলামীকে)না বলুন।

ফ্রিল্যানসিং সম্পর্কে কোন পরামর্শ বা মতামত থাকলে নিচে কমেন্টস করুন। এ সম্পর্কে কোন পরামর্শ বা মতামত থাকলে নিচে কমেন্টস করুন। অথবা আপনার যদি কিছু জানার বা বুঝার থাকে আমাকে ফোন করতে পারেন। পরামর্শ দিয়ে সহযোগীতা করা হবে ।      01831522015