ধৈর্য ধরতে হবে আনলিমিটেড টাইম নিয়ে, ধৈর্যের আসলে কোনই লিমিট নাই।
আমরা সবাই ভাবি যেন আমাদের জীবন টা হয় সপ্নের মত।কিন্তু না চাইলেও জীবন
আসলে সেই দুঃস্বপ্নে পরিণত হয় যে দুঃস্বপ্নে কিনা আমরা কেউ ই দেখতে চাইনা।
এই নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নাই। ৯৯% মানুষের ই জীবনে সমস্যা থাকে।
সমস্যা আসলে এমন না যে শুধু আপনার জীবনেই আছে। সমস্যা নিয়ে সময় নষ্ট না
করে, জীবনে গুছানোর কাজে সব সময় লেগে থাকতে হবে কেননা খারাপ সময় এর সব চেয়ে
ভাল দিক টা হচ্ছে , তা একদিন শেষ হবেই ইনশাআল্লাহ। আমরা আরও একটা কথা বলি
যে, ধৈর্যের একটা লিমিট আছে, কিন্ত আসল কথা হচ্ছে, ধৈর্যের আসলে কোনই লিমিট
নাই। ধৈর্য ধরতে হবে আনলিমিটেড টাইম নিয়ে, আল্লাহ আপনার জন্যে তাই করবেন
যা আপনার জন্যে ভাল হবে কখনও নিরাশ হবেন না। ইন শা আল্লাহ ভাল সময় সবারই
আসবে। সংগ্রহ: জনাব Obidur Rahman এর ফেইসবুক স্ট্যাটাস থেকে।