স্বল্প শিক্ষিতরাই creative, উচ্চ শিক্ষিতরা অধস্তন।

আমাদের দেশে, আমাদের সমাজে একটা নিয়ম প্রচলিত আছে উচ্চ শিক্ষা মানেই বড় চকুরী।  তাই আমরা আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে কতই না পরিশ্রম করি, কতই না মেহেনত করি। ছেলে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে বড় চকুরী করবে। কিন্তু স্বার্থপরের মতো সন্তান বড় হয়, বড় চকুরী করে, অর্থ উপার্জন করে সব নিজের জন্য, নিজের সংসারের জন্য । দেশ জাতি বা সমাজের কোন কাজে লাগে না। কোন creativity নাই। কিন্তু যুগে যুগে কিছু স্বল্প শিক্ষিত লোকের দ্বারা দেশ জাতি বা সমাজের উপকার হয়ে এসেছে । যেমন ধরুন বিল গেটস্ এর কথা:

85741556
বিল গেটস : মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরে ১৯৫৫ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন উইন্ডোস এর জনক বিল গেটস।  তার বাবা ভেবেছিলেন বিল ঠিক তার মত বড় হয়ে নামকরা একজন উকিল হবেন।  হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯ বছর বয়সেই তিনি নিজের সফটওয়্যার কোম্পানি খোলার স্বপ্ন নিয়েই পড়াশুনার অধ্যায় এর ইতি টানেন । বিল গেটস্ এর অধীনে অনেক উচ্চ শিক্ষিত লোক চাকুরী করে। স্বল্প শিক্ষিতরাই creative, উচ্চ শিক্ষিতরা অধস্তন।

উচ্চ  শিক্ষায় শিক্ষিত হলে মনুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মানব কল্যানে  creative কিছু করতে হবে।

Creative কাজ করুন


চাকুরী নয়,


স্বাধীন কাজ


নিজেই নিজের বস্


আমি স্বাধীন

আপনি ?

01831522015