ভুমিকম্প অতপর: ফেইসবুক স্ট্যাটাস।

এক নামকরা মডেল অভিনেত্রী ভূমিকম্পের পরপরেই স্ট্যাটাস দিলো- "ইয়েস...আমিই সবার আগে স্ট্যাটাস দিয়েছি....লেটস সেলিব্রেট"
.
আরেক মেয়ের পোস্ট- "ওয়াও...হাউ কিউট...মনে হলো আমি দোলনায় দুলছি"
.
একটু আগে এক ছেলের পোস্ট- "ওহ নো, মিস করলাম ভূমিকম্প! .
ভাগ্যিস ভূমিকম্প দিনের বেলায় হয়নি, দিনে হলে সেলফি প্রতিবন্ধীদের ভূমিকম্প সেলিব্রেট করার সেলফির যন্ত্রনায় ফেসবুকে আসা যেতো না!!
.
তাই বলে কিন্তু থেমে থাকেনি সেলিব্রেট! রাতের আঁধারেও এভাবেই স্ট্যাটাস দিয়ে কয়েকজনকে ভূমিকম্প সেলিব্রেট করতে দেখলাম।
.
আমরা যখন ভূমিকম্পে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি-"feeling নাড়াছাড়া" অথবা "ভূমিকম্প এত্তগুলা কিউট", তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল নিজের জীবন বাঁচাতে ৪ তলা থেকে লাফিয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে...
.
আমরা যখন ভূমিকম্প নিয়ে ফান করছি আশেপাশের সবার সাথে, তখন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র আতিকুর আর এই পৃথিবীতে নেই....
.
আমরা যতক্ষনে ফেসবুকে/টিভিতে খবর সার্চ করছি নেতাদের হাস্যকর বক্তব্য দেখার জন্য, ততক্ষনে দেশের নানা জায়গায় অনেকেই মরে খবরের শিরোনাম হয়ে গেছে.....
.
আমরা যেই সময় লাগিয়ে "ভূমিকম্পের সময় করণীয়" শিরোনামে টিপস আপডেট করছি, সেই সময়ে আশেপাশের অনেকেই আহত হয়ে কষ্টে কাতরাচ্ছে...
.
আমরা যখন ভূমিকম্পের সময় পাশের ফ্ল্যাটের মেয়েটিকে মেকাপ ছাড়া কিংবা ওড়না ছাড়া দেখে আনন্দে আত্মহারা, তখনও অনেকেই আহত হয়ে মৃত্যুর প্রহর গুনছে....
.
ফেসবুকে সেফটি চেক অপশন চালু করলো....অনেকেই সেখানে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছে....ফান করছে.....!! কি আজিব!!
.
এইতো বছর দুয়েক আগেই আমাদের দেশে স্বাভাবিক অবস্থায় একটি বিল্ডিং ধসে মৃত্যুকূপে পরিনত হয়ে ১২০০+ মানুষ প্রান হারালো......
.
তো ভাবুন, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ ভবনের কি অভাব আছে?? দুর্নীতি করে বানানো ভবনের কথা বাদই দিলাম।
.
যেখানে, প্রায় একই মাত্রার ভূমিকম্পে গত বছর নেপালে ৬০০০+ প্রান কেড়ে নিয়েছিলো, সেখানে আমাদের আরো অনেক খারাপ কিছু হতে পারতো বৈ কি!!
.
শেষ রাতের পর এতক্ষনে ৬০০০+ মৃত্যুর অংকটা আমাদেরও হতে পারতো......!
.
অথছ আমরা এতটাই কিউট জাতি যে, ৬.৮ মাত্রার ভূমিকম্পের আমাদের অনুভুতিও যখন অনূভুতিহীন হয়ে গেছে তখনো আমরা ঠাট্টা-তামাশাই করছি......!
.
নিজেকে বিবেকহীন অমানুষ হিসেবে উপস্থাপন করার আর পরিচয় দেওয়ার সুযোগ সবসময়ই আসে.....
.
কিন্তু, মানুষ হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ খুব কমই পাবেন...
@নীলসালু
 সংগ্রহ: ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর ফেইসবুক স্ট্যাটাস থেকে।