কেউ যদি নিজের জীবনে উন্নতি করতে চায় তবে এর পেছনে মূল কারন ৪টি -

কেউ যদি নিজের জীবনে উন্নতি করতে চায় তবে এর পেছনে মূল কারন ৪টি এগুলো হচ্ছে।
১) সুযোগের প্রতি ক্ষীণদৃষ্টি দেয়া এবং তার সৎ ব্যবহার করা।
২) সুযোগ খুঁজতে থাকা, কখন আসবে তা আপনি জানেন না তাই সচেষ্ট থাকা।
৩) যেকোনো জিনিস বুঝতে জানা, বুঝার চেষ্টা করা।
৪) হেরে যেতে না জানা, যদি হেরে যেতে হয় তবে এতো জলদি কেনো? লেগে থাকতে জানতে হবে।
উপরের সব কিছু যে অনুসরন করবে সে কখনোই দরিদ্র হয়ে থাকবেনা। আর যে নিজের ৩৫ বছর বয়সেও দরিদ্র থাকে তা হলে সে সেটা প্রত্যাশাই করে। আপনি দরিদ্র কারন আপনার কোন উচ্চাকাঙ্ক্ষা নেই।
জ্যাক মা
আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্বের সেরা ধনীদের একজন ।




আত্ননির্ভরশীল হবার প্লাটফরম:

ফ্রিল্যানসিং করা,





১) ফ্রিল্যানসিং করা: ফ্রিল্যানসিং বর্তমানে একটি জনপ্রিয় মাধ্যম যেখান থেকে আপনি ভাল একটি ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনেক যুবক এমাধ্যমে কাজ করে তাদের সংসার চালাচ্ছে। এর জন্য প্রথমেই যেটা দরকার সঠিক ভাবে প্রশিক্ষন গ্রহন করা। না শিখে এ সেক্টরে আয় করা যায় না। সুতরাং ভালো কোন প্রতিষ্ঠান থেকে আগে প্রশিক্ষন গ্রহন করুন তারপর আয় করুন। চাকুরী(গোলামীকে)না বলুন।
ফ্রিল্যানসিং সম্পর্কে কোন পরামর্শ বা মতামত থাকলে নিচে কমেন্টস করুন। অথবা আপনার যদি কিছু জানার বা বুঝার থাকে আমাকে ফোন করতে পারেন। পরামর্শ দিয়ে সহযোগীতা করা হবে ।     01831522015