আপনি বেকার কিংবা গরীব কারণ আপনি এটারই যোগ্য । এবং মুক্তির পথ.........................

নিজের পরিবারের দরিদ্রতা নিয়ে আফসোস না করে, নিজের দরিদ্রতার দোহাই দিয়ে অন্যের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহনের চেষ্টা না করে, নিজেকে প্রস্তুত করুন, কঠিন পৃথিবীতে নিজের অবস্থান প্রস্তুত করুন। আর এজন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম, সাধনা। পরিশ্রমকারী ব্যক্তি কখনও ব্যর্থ হয়না, কোন না কোন রাস্তা তার জন্য খুলে যায় একদিন। বিল গেটস থেকে শুরু করে বড় বড় ব্যক্তিরা আজকের এ অবস্থানে আসতে পেরেছেন, শুধুমাত্র নিজেদের পরিশ্রমের কারনে।

জনপ্রিয় ট্রেডিং সাইট alibaba.com এর কর্ণধার এবং চীনা কোটিপতি জ্যাক মার গল্পটাও সেরকম। জ্যাক মাকে না চিনলেও alibaba.com চিনেনা, এরকম মানুষ কম পাওয়া যাবে। এ জ্যাক মা এখনকার অবস্থানে কখনও ছিলেননা। উনার আজকের এ উথ্থানটাই হয়েছে alibaba.com এর মাধ্যমে। যখন উনি এ ওয়েবসাইট নিয়ে ভাবেন, তখন চীনের ইন্টারনেট এত বেশি ব্যবহৃত হত না। সেই দেশে বসে এধরনের ওয়েবসাইটের কল্পনা করাটাও আসলে তখন অনেক রিস্কের ছিল। উনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ২৫জন বন্ধুর সাথে আগে বসে মিটিং করেন। মজার বিষয় হচ্ছে ২৫জনের মধ্যে ২৪জনই এধরনের অবাস্তব স্বপ্নের ব্যাপারে নিরুৎসাহিত করেন। শুধু একজন তাকে তার লক্ষে এগিয়ে যেতে উৎসাহিত করেন। জ্যাক মা নিজেও তার লক্ষ্যের দিকে স্থীর থাকে, এবং প্রচুর পরিশ্রম শুরু করে দেন। উনি বলেন, আজ আলিবাবা আমাকে এই পর্যায়ে আনেনি আমি আলিবাবাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আপনাকে কেউই হাতে ধরিয়ে দিবেনা কিছু আপনার হাতে ধরে নেয়া জানতে হবে চেষ্টা করতে হবে। নিজের যুবক সময় কাজ করার সময়কে প্রকৃত কাজে লাগাতে হবে।

 

এবং মুক্তির পথ.........................

আমাদের দেশে বেকারত্ব একটি রোগ। আমরা সবাই কমবেশী এরোগে আক্রান্ত। চকুরী নাই, চকুরী নাই হাহকার চলছে চারদিকে। আচ্ছা লেখা পড়া করলেই যে চাকুরী করতে হবে, এটা কি কোন নিয়ম। আমরা ছোট বেলা থেকে একটি স্বপ্ন লালন করি আমাদের মনের মধ্যে, লেখা পড়া শেষ করে কোন অফিসে চকুরী করবো অথবা ডাক্তার, ইন্জ্ঞিনিয়ার অথবা ব্যারিষ্টার হবো । উচ্চ শিক্ষায় শিক্ষিত হবো উচ্চ বেতনে চাকুরী করবো। কিন্তু লেখা পড়ার পাঠ শেষ করার পর চকুরী আর হয় না, আমরা হয়ে যাই সমাজের, পরিবারের বোঝা। তখন হয়ে যাই উচ্চ শিক্ষিত আবর্জনায়। কত না দ্বারে দ্বারে ধরনা দিচ্ছি একটা চাকুরীরর জন্য। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার চাকুরী না পাওয়ার হতাশায় দিনের পর দিন ধুকে ধুকে মরছে। লেখাপড়া শেষ করেই আপনাকে কেন চকুরী করতে হবে, কেন আপনি চাকর হবেন ? কিন্তু হতাশ বেকার যুবকদের জন্য চকুরী ছাড়াও ইনকাম করার অনেক সুযোগ বাংলাদেশে আছে। একটু চোখ মেলে দেখুন, তাহলেই পেয়ে যাবেন আপনার কাংখিত আয় রোজগারের পথ। নিজের মধ্যে লুকাইত প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি স্বাধীনভাবে আয় রোজগার করতে পারেন, সংসার চালাতে পারবেন। এর জন্য দরকার আপনার দৃষ্টিভংগির পরিবর্তন করা। আপনাকে হতে হবে সৃষ্টিশীল। মনথেকে মুছে ফেলতে হবে চাকর হবার মনমানসিকতা। এবার আসুন আমি আপনাদের কিছু প্লাটফরম দেখাবো যেখান থেকে আপনি স্বাধীন ভাবে আয় রোজগার করে সংসার চালাতে পারবেন।

আত্ননির্ভরশীল হবার প্লাটফরম:

ফ্রিল্যানসিং করা,





১) ফ্রিল্যানসিং করা: ফ্রিল্যানসিং বর্তমানে একটি জনপ্রিয় মাধ্যম যেখান থেকে আপনি ভাল একটি ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনেক যুবক এমাধ্যমে কাজ করে তাদের সংসার চালাচ্ছে। এর জন্য প্রথমেই যেটা দরকার সঠিক ভাবে প্রশিক্ষন গ্রহন করা। না শিখে এ সেক্টরে আয় করা যায় না। সুতরাং ভালো কোন প্রতিষ্ঠান থেকে আগে প্রশিক্ষন গ্রহন করুন তারপর আয় করুন। চাকুরী(গোলামীকে)না বলুন। এ সম্পর্কে কোন পরামর্শ বা মতামত থাকলে নিচে কমেন্টস করুন। অথবা আপনার যদি কিছু জানার বা বুঝার থাকে আমাকে ফোন করতে পারেন। পরামর্শ দিয়ে সহযোগীতা করা হবে ।      01831522015



2 comments

আপনার বানি খুব ভাল লাগলো। সাহায্য চাই।

আমি দেশের বাহিরে , দেশে গিয়ে কি কর, হিসেব করে কুল কিনারা পাই না,যদি একটু পরামর্শ দিতেন